Last Updated: February 25, 2012 17:07

তাদের পরমাণু কর্মসূচি শান্তির উদ্দেশে। পরমাণু অস্ত্র তৈরির জন্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমি দেশগুলির তুমুল বিরোধিতা সত্ত্বেও কউমে পরমাণু জ্বালানি সমৃদ্ধিকরণ কর্মসূচি নিয়ে বার বার এমনই দাবি করে আসছে ইরান। তেহরানের দাবি কি তাহলে সত্যি? মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তে উঠে আসা তথ্য কার্যত সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্রিকা নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত খবর অনুযায়ী, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, এমন কোনও প্রমাণ মার্কিন গোয়েন্দাদের কাছে নেই। তদন্তে জানা গিয়েছে, ২০০৭-এ ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করলেও, পরে তা প্রত্যাহার করে।
ওই সংবাদপত্র জানিয়েছে, আমেরিকা, ইজরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দাদের মধ্যে কোনও দ্বিমত নেই যে, পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি প্রযুক্তিগত উন্নয়নের জন্যই ইরান পরমাণু জ্বালানী সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়েছে। যদিও নিউইয়র্ক টাইমস-এর খবরের বিষয়ে মার্কিন গোয়েন্দাদের তরফে এখনও কিছু জানানো হয়নি।
First Published: Saturday, February 25, 2012, 17:07