Last Updated: March 29, 2014 22:33

ক্রিমিয়া ঘটনার পর এবার রাশিয়াকে চাপে ফেলতে ফুটবলকে হাতিয়ার করছে বিরোধি দেশগুলি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ফিফায় অভিযোগ জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে। তাঁদের অভিযোগ অবিলম্বে দুহাজার আঠারোর ফুটবল বিশ্বকাপ আয়োজন রাশিয়ায় বন্ধ করে দিক ফিফা।
একটি ইংরেজি দৈনিকের খবরানুযায়ী,ইন্ডিয়ানা ড্যান কোটসের সেনেটর কোটস ও ইলিনয়সের রিপাবলিকান সেনেটর মার্ক কির্ক যৌথভাবে ফিফার কাছে এই অভিযোগ জানিয়ে চিঠিও লিখেছেন। এমনকি চিঠিতে এই হুমকিও রয়েছে,রাশিয়ায় বিশ্বকাপ হলে তাঁদের দেশ অংশগ্রহণ থেকে নিজেদের বিরত রাখবে।এই চাপের কাছে কি ফিফা আদৌ নতিস্বীকার করবে। এই প্রশ্ন ফুটবলমহলে।
First Published: Saturday, March 29, 2014, 22:33