Last Updated: December 20, 2012 11:32

এবারও হল না স্বপ্নপূরণ। বারো বছরের খরা কাটিয়ে বিশ্বসুন্দরীর মুকুট আনতে পারলেন না ভারতের শিল্পা সিং। শেষ ষোলোতেই শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ। লাস ভেগাসের প্ল্যানেট হলিউড রিসর্ট অ্যান্ড ক্যাসিনোয় মিস ইউনিভার্সের শিরোপা পেলেন মিস ইউএসএ অলিভিয়া কালপো। দ্বিতীয় স্থানে রয়েছেন মিস ফিলিপিন্স। তৃতীয় মিস ভেনেজুয়েলা। চতুর্থ ও পঞ্চম স্থান পেয়েছেন মিস অস্ট্রেলিয়া ও মিস ব্রাজিল।
অ্যান্ডি কোহেন, গিলিয়ানা রাঞ্চিস ও জিনি মাইয়ের সঞ্চালনায় সারা বিশ্বের মোট ১৮০টি দেশের এক বিলিয়ন দর্শক দেখেছেন একষট্টি তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। ৮৯টি দেশের প্রতিনিধিরা লড়াই করেছেন মিস ইউনিভার্সের মুকুটের জন্য। ছিল রক ব্যান্ড ট্রেনের লাইভ অনুষ্ঠানও। সেরা জাতীয় পোষাকের শিরোপা জিতেছেন চিনের প্রতিযোগী। গত বছরের বিজয়িনী অ্যাঙ্গোলার লিলা লোপেজ মার্কিনী সুন্দরীকে মিস ইউনিভার্সের মুকুট পরান।

তবে মূলপর্বে অংশ নিলেও শিল্পা কিন্তু জানতেনই না এই সুযোগ পেতে চলেছেন তিনি। নিয়ম অনুসারে আই অ্যাম শি প্রতিযোগিতার বিজয়িনী অংশ নেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। এইবছর আই অ্যাম শি জিতেছিলেন উত্তরাখণ্ডের ঊর্বশী রতেলা। কিন্তু তাঁর বয়স আঠেরোর কম হওয়ায় শেষ পর্যন্ত শিকে ছেঁড়ে বিহারের শিল্পা সিংয়ের ভাগ্যে। আই অ্যাম শি প্রতিযোগিতায় মিস গ্লোব ইন্টারন্যাশানালের মুকুট উঠেছিল ২৩ বছরের শিল্পার মাথায়। কম্পিউটার সায়েন্সের স্নাতক শিল্পা ইনফোসিস টেকনোলজিতে কর্মরতা।
First Published: Thursday, December 20, 2012, 11:32