গড়াপেটা বিতর্কে পদত্যাগ উত্‍পল গাঙ্গুলির

গড়াপেটা বিতর্কে পদত্যাগ উত্‍পল গাঙ্গুলির

গড়াপেটা বিতর্কে পদত্যাগ উত্‍পল গাঙ্গুলিরগড়াপেটা বিতর্কে তাঁর নাম জড়ানোয় ইউনাইটেড স্পোর্টসের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আইএফএ সচিব উত্‍পল গাঙ্গুলি। মোহনবাগান-প্রয়াগ ম্যাচের পর প্রয়াগ কর্তা নবাব ভট্টাচার্য জানিয়েছিলেন যে আইএফএ চায়নি যে প্রয়াগ জিতুক। প্রয়াগ হারায় আইএফএ সচিব খুশি হয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। প্রয়াগ কর্তাদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আইএফএ সচিব।

গুরুত্ব বিবেচনা করে এই বিষয়টিকেও আলোচনার জন্য শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠিয়ে দিয়েছেন আইএফএ সচিব। একধাপ এগিয়ে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে, আইএফএ সচিবের পদ ছাড়ার ব্যাপারটিও ভেবে দেখবেন তিনি।
  
বুধবারের শৃঙ্খলারক্ষা কমিটিতে এই বিষয়টি নিয়েও আলোচনা হবে। সেই বৈঠকে আইএফএ সচিব নিজে বক্তব্য রাখলেও, অংশগ্রহণ করবেন না।





First Published: Monday, May 20, 2013, 20:03


comments powered by Disqus