Last Updated: January 12, 2013 23:25

নারী সুরক্ষা `জোরদার` করতে উত্তরাখণ্ড রাজ্য সরকার সন্ধে ৬ টার পর সমস্ত সরকারি এবং বেসরকারি দফতরে মেয়েদের কাজ করা নিষিদ্ধ করল! পক্ষান্তরে সন্ধের পর মেয়েদের বাড়ির বাইরে বেরনোর উপর একপ্রকার ফতোয়া জারি করলেন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা।
মেয়েদের উপর বেড়ে চলা নির্যাতন বন্ধের নামে বিজয় বহুগুনার কংগ্রেস সরকারের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপি এই পদক্ষেপকে তালিবানি আখ্যা দিয়েছে।
দিল্লির গণধর্ষণ কাণ্ডের পর সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়েছে। দাবি উঠেছে আইন পরিবর্তনের। চেষ্টা চলছে নতুন আইন প্রণয়নের। দেশ জুড়ে এই প্রতিবাদের মধ্যেই ধর্ষণ রুখতে মেয়েদের কী ভূমিকা থাকা উচিত সেই নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন বেশ কিছু নামী-অনামী ব্যক্তি। সামগ্রিক সমাজ সচেতনা বৃদ্ধি, কড়া প্রশাসনের দাবি উঠছে যখন সমাজের বিভিন্ন স্তর থেকে। এই সময় মূল ব্যাধিকে জিইয়ে রেখে মেয়েদেরকে বাড়ির বাইরে থাকার সময়কে বেঁধে দেওয়ার মধ্যে অপরাধীদেরই পক্ষান্তরে উত্তরাখণ্ড সরকার ইন্ধন দিল কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।
First Published: Saturday, January 12, 2013, 23:25