Last Updated: April 15, 2014 20:48
উত্তরপ্রদেশের নাগিনা থেকে উদ্ধার করা হল জোড়াসাঁকোর অপহৃত ফল ব্যবসায়ী মহম্মদ সাবির আনসারিকে। উদ্ধার করা হয়েছে কলকাতারই আরও এক ফল ব্যবসায়ী নুরুদ্দিন আহমেদকেও। অভিযুক্ত নাসিরের বাড়িতে অভিযান চালিয়ে দুজনের খোঁজ মেলে। উত্তরপ্রদেশ পুলিস এবং জোড়াসাঁকো থানা থেকে যাওয়া পুলিস দলের যৌথ অভিযানে অপহৃতেরা মুক্ত হলেও, ধরা যায়নি নাসিরকে।
জানা গিয়েছে, মহম্মদ সাবির এবং নুরুদ্দিন একসঙ্গে নয়ই এপ্রিল মোরাদাবাদ গিয়েছিলেন। এরপর থেকে তাঁরা নিখোঁজ হয়ে যান। মহম্মদ সাবিরের বাড়িতে মুক্তিপণের দাবিতে ফোন গেলেও, নুরুদ্দিনের ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। ফলে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি এর আগে জানা যায়নি। পরে তদন্তে নেমে মহম্মদ সাবিরের কললিস্ট থেকে নুরুদ্দিন সম্পর্কে জানতে পারে পুলিস। ব্যবসায়িক শত্রুতার জেরেই এই অপহরণ বলে মনে করা হচ্ছে।
First Published: Tuesday, April 15, 2014, 20:48