Last Updated: February 12, 2012 13:11

রবিবার ভোর ৬টা নাগাদ শান্তিপুরের রাস্তার ওপরেই খুন করা হল ভ্যান চালক জদীর বিশ্বাসকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোজকার মতো ভ্যান চালিয়ে বাজারে চাল আনতে যাওয়ার সময়েই তাঁর ওপর হামলা করে বেশ কয়েকজন দুষ্কৃতী।
প্রথমে গুলি চালিয়ে, এবং পরে তাঁকে কুপিয়ে খুন করা হয় বলেই জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। খুনের কারণ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। ব্যবসায়িক অথবা পারিবারিক শত্রুতার জেরেই এই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিস। তদন্তে নেমে পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিস।
First Published: Sunday, February 12, 2012, 13:11