Last Updated: April 23, 2013 10:07

চার ম্যাচ বাকি থাকলেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গতবার গোলপার্থক্যে চিরপ্রতিন্দন্দ্বী ম্যান সিটির কাছে লিগ খেতাব হারাতে হয়েছিল রুনিদের। এবার অবশ্য সহজেই বিশতম ইপিএল খেতাব জিতে নিল অ্যালেক্স ফার্গুসনের দল।
রবিবার ম্যান সিটি হেরে যাওয়ায়,সোমবার রাতে ঘরের মাঠে লিগ পকেটে পুরে ফেলার সুবর্ন সুযোগ ছিল ভ্যান পার্সিদের সামনে। ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলাকে তিন-শূন্য গোলে উড়িয়ে দিয়ে ইপিএল খেতাব নিশ্চিত করেন রেড ডেভিল-রা।
প্রথমার্ধেই দুরন্ত হ্যাটট্রিক করেন ডাচ স্ট্রাইকার রবিন ভ্যান পার্সি। খেলা শুরুর দেড় মিনিটের মধ্যেই ম্যান ইউকে এগিয়ে দেন ভ্যান পার্সি। বিরতির ১২ মিনিট আগেই হ্যাটট্রিক সেরে ফেলেন ম্যান ইউয়ের এই তারকা ডাচ স্ট্রাইকার। চলতি ইপিএলে ভ্যান পার্সির গোল সংখ্যা ২৪। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ভ্যান পার্সি।
সোমবার রাতেই ওল্ড ট্র্যাফোর্ডে উৎসবে মাতেন রুনি,ভ্যান পার্সিরা। গোটা রাত জুড়ে সেলিব্রেশন চলে ম্যান ইউয়ের হোম গ্রাউন্ডে। দলকে ইপিএল চ্যাম্পিয়ন করতে পেরে খুশি কোচ অ্যালেক্স ফার্গুসনও। ম্যান ইউ কোচ হিসাবে ১৩ বার ইপিএল জেতা হয়ে গেল বর্ষীয়ান এই কোচের।
First Published: Tuesday, April 23, 2013, 13:40