Last Updated: October 18, 2011 18:07

মাওবাদীদের সঙ্গে আলোচনা চালানোর আগে জঙ্গলমহলে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে মধ্যস্থতাকারীদের বৈঠকের পর
একথা বলেন কবি ভারাবারা রাও। চব্বিশ ঘণ্টাকে ফোনে তিনি জানান, জঙ্গলমহলে সরকারের ভৈরব বাহিনী অত্যাচার চালাচ্ছে। যৌথবাহিনীর অভিযানও
চলছে পুরোমাত্রায়। ভারাভারা রাওয়ের দাবি, মাওবাদীরা সেই সন্ত্রাসেরই প্রতিরোধ করছে। এই পরিস্থিতিতে আলোচনার পরিবেশ
নিয়েই সংশয় প্রকাশ করেছেন তিনি।
First Published: Tuesday, October 18, 2011, 18:07