হতাশ বরুন, Varun in despair

হতাশ বরুন

হতাশ বরুনচোটের জন্য অস্ট্রেলিয়া সফরে যেতে পারছেন না তিনি। দল থেকে ছিটকে যাওয়ায় হতাশ ভারতের পেসার বরুন অ্যারন। পীঠে চোটের জেরে টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন ভারতের এই পেসার। বরুন জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। এখন তাঁকে রিহ্যাবিলিটেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই কারণে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাচ্ছেন তিনি।

First Published: Saturday, December 10, 2011, 17:15


comments powered by Disqus