প্রেসিডেন্সিতে উপাচার্য মেন্টর গ্রুপের বৈঠক,VC, mentor group meet today at Presidency

প্রেসিডেন্সিতে উপাচার্য মেন্টর গ্রুপের বৈঠক

প্রেসিডেন্সিতে উপাচার্য মেন্টর গ্রুপের বৈঠকমুখ্যমন্ত্রীর কাছে দ্বিতীয় দফার রিপোর্ট পেশের আগে আজ প্রেসিডেন্সির নতুন উপাচার্যের সঙ্গে বৈঠক করলেন মেন্টর গ্রুপের সদস্যরা। আগামী জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর কাছে দ্বিতীয় দফার রিপোর্ট জমা দেবে মেন্টর গ্রুপ। আজ বিকেলে কাউন্সিল বৈঠকের আগে, বেলা এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্কিম সভাগৃহে উপাচার্য মালবিকা সরকারের সঙ্গে বৈঠকে বসেন মেন্টর গ্রুপের সদস্যরা। বৈঠকে ছিলেন মেন্টর গ্রুপের প্রধান সুগত বসু এবং অন্যান্য সদস্যরা। মেন্টর গ্রুপের নতুন তিন সদস্যও আজকের বৈঠকে যোগ দেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আজকের বৈঠকে।






First Published: Monday, December 19, 2011, 20:15


comments powered by Disqus