Last Updated: December 22, 2011 14:28

বিতর্ক পিছু ছাড়ছে না বীণা মালিকের। ম্যাগাজিন প্রচ্ছদে `নিউড ফোটোশ্যুট` থেকে অন্তর্ধান রহস্য পেড়িয়ে এখন ভোপালের অল ইন্ডিয়া মুসলিম তিওহার কমিটির চক্ষুশূল হয়েছেন তিনি। বিবাহ নামক প্রতিষ্ঠানের প্রতি অশ্রদ্ধা দেখানোর জন্য ওই সংগঠনটি ফতোয়া জারি করেছে বীণা মালিকের ওপর।
একটি বেসরকারি টিভি চ্যানেলে বিয়ের রিয়ালিটি শো করার কথা বীণার। তার পরেই তাঁর ওপর এই কোপ।
মুসলিম তিওহার কমিটির ৭০ সদস্য বিশিষ্ঠ সর্বোচ্চ কমিটি, মজলিশ-এ-শুরা, জানিয়েছে যে বিভিন্ন মহল থেকে বীণার বিরুদ্ধে ফতোয়া জারি করার জন্য আর্জি আসছিল তাদের কাছে। তাই এই সিদ্ধান্ত। মজলিশ-এ-শুরা-র চেয়ারম্যান আউসাফ সামিরি খুররাম বলেছেন ‘বীণা টিনএজারদের কাছে, বিশেষত বয়ঃসন্ধির মেয়েদের কাছে ভুল বার্তা পাঠাচ্ছেন। বীনা চ্যানেলটিতে স্বয়ম্বরে বসছেন। ইসলাম অনুসারে আমরা নিকাহ পালন করি, স্বয়ম্বর নয়। এছাড়া বিভিন্ন ইন্টারনেট সাইটে বীণার প্রচুর আপত্তিকর ছবিও দেখা যাচ্ছে আজকাল’।
‘চরম সিদ্ধান্ত নিতে হল কারণ বীণা ইসলাম এবং মহম্মদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। হাস্যস্পদ করেছেন আমাদের কমিউনিটিকে। বীণাকে সামাজিক বয়কট করা দরকার ছিল, নাহলে আমাদের মেয়েরা তাঁর রাস্তা অনুসরণ করত’। বলেছেন খুররাম।
First Published: Thursday, December 22, 2011, 14:28