Last Updated: November 9, 2011 21:21

শীতের সবজির দাম কমার ব্যাপারে কোনও আশ্বাসবাণী শোনাতে পারল না রাজ্য সরকার। এধরনের শাকসবজির দাম নিয়ন্ত্রণে সরকারের কোনও ভূমিকাই নেই বলে বুধবার জানান কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। তাঁর যুক্তি, এগুলির কোনওটিই অত্যাবশ্যকীয় পণ্য নয়। ফলে শীতকালীন শাকসবজির দাম আকাশ ছুঁলেও, তা কমানোর ব্যাপারে সরকার অসহায় বলে স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী।
First Published: Wednesday, November 9, 2011, 21:21