Last Updated: February 16, 2012 23:21

আমরিকাণ্ডের অন্যতম অভিযুক্ত রাধেশ্যাম আগরওয়ালের জামিনের আবেদনের রায়দান সোমবার পর্যন্ত স্থগিত রাখল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন সরকার পক্ষের আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাধেশ্যাম আগরওয়াল আমরির বোর্ড অফ ডিরেকটর্সের সদস্য ছিলেন। ফলে আমরির দৈনন্দিন কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সরকার পক্ষের আইনজীবীর সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন রাধেশ্যাম আগরওয়ালের আইনজীবী। দুই পক্ষের বক্তব্য শোনার পর, সোমবার পর্যন্ত রায়দান স্থগিত রেখেছে আদালত।
First Published: Thursday, February 16, 2012, 23:24