Veteran actor Farooq Sheikh passes away at 65

অভিনেতা ফারুক শেখ প্রয়াত

৬৫ বছরে নিভল ফারুখের শিখা। চলে গেলেন বিশিষ্ট বলিউড অভিনেতা ফারুক শেখ। শনিবার দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৫ বছর। দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেতা।

দীর্ঘ দিন থিয়েটার কর্মী হিসাবে অভিনয় করলেও। বড় পর্দায় অভিনেতা হিসাবেই বেশি পরিচিতি ফারুক শেখের। তাঁর অভিনিত ছবি গুলি হল, গরম হাওয়া (১৯৭৩), নুরী (১৯৭৯), চশমে বদ্দুর (১৯৮১), কিসি সে না কহনা (১৯৮৩), বাজার।

সত্যজিৎ রায়ের ছবি শতরঞ্জ জা খিলারিতেও অভিনয় করেন তিনি। পরিবার সূত্রে জানানো হয়েছে। আজ তাঁর দেহ অভিনয়ের শহর মুম্বইয়ে নিয়ে আসা হবে। শেষকৃত্য সম্পন্ন হবে সেখেনেই। ফারুক শেখের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

বড় পর্দায় অভিনয় করার পাশাপাশি বেশ কিছু টেলিভিশন শোয়ের অনুষ্ঠানেও দেখা যায় ফারুক শেখকে।


First Published: Saturday, December 28, 2013, 12:04


comments powered by Disqus