হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা

হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা

হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহাকোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। যদিও হাসপাতাল সুত্রে খবর তিনি এখন অনেকটাই সুস্থ। তবুও হাসপাতালের পক্ষ থেকে তাঁকে এখনই বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হন। ককিলাবেন ধীরুভাইয়াম্বানি হাসপাতালের সিওও রাম নারায়ণ এক সংবাদসংস্থাকে জানান, "উনি এখন ভাল আছেন এবং চিকিৎসায় সারা দিচ্ছেন। তবে তাঁর ওষুধের মাত্রা এখনও নিয়ন্ত্রণাধীন।" আগামী সপ্তাহের গোড়ার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হবে কি না তাও পরে জানান হবে।

বাড়িতে নতুন রঙ হওয়ার সময় থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় বলে মনে করছেন চিকিৎসকরা। অসুস্থতার সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী পুণম সিনহা ও তাঁর দুই ছেলে লব ও কুশ।

বলিউডের বিহারী বাবু, "কালীচরণ","ব্ল্যাকমেল", "দোস্তানা" এবং "শান" এর মতো বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন। একইসঙ্গে রাজনীতির আঙিনায় তিনি যথেষ্ট সফল। বিহারের পাটনা সাহেব অঞ্চলের সাংসদ তিনি।

First Published: Saturday, July 7, 2012, 21:27


comments powered by Disqus