প্রয়াত হলেন বলিউডের সবার `ঠাকুমা` জোহরা সেহগাল

প্রয়াত হলেন বলিউডের সবার `ঠাকুমা` জোহরা সেহগাল

প্রয়াত হলেন বলিউডের সবার `ঠাকুমা` জোহরা সেহগাল  প্রয়াত হলেন প্রখ্যাত বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জোহরা সেহগাল। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। আজ সন্ধ্যা বেলা নতুন দিল্লির ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জোহরা সেহগালের কন্যা কিরণ সাংবাদিকদের জানিয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সন্ধে বেলা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

১৯১২সালের ২৭ এপ্রিল জন্মগ্রহণ করেন জোহরা। ১৯৩৫ সালে উদয় শঙ্করের গ্রুপে একজন নৃত্যশিল্পী রূপে তিনি যোগদান করেন।

আগামী কাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বহু বিখ্যাত বলিউড ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন জোহরা। অভিনয় করেছেন বহু প্রখ্যাত টেলিভিশন সিরিজেও।

সঞ্জয় লীলা ভনসালির `সাওয়ারিয়া` তে ২০০৭ সালে শেষ বারের জন্য তাঁকে পর্দায় দেখা গিয়েছিল।

অভিনয় জগতে তাঁর অবদানের জন্য ১৯৯৮ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন জোহরা।

First Published: Thursday, July 10, 2014, 22:32


comments powered by Disqus