Last Updated: June 29, 2012 12:54

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছেন প্রণব মুখোপাধ্যায় এবং পিএ সাংমা। এখনও পর্যন্ত বিভিন্ন দলের যা অবস্থান, তাতে রাইসিনা হিলসের দৌড়ে এগিয়ে আছেন প্রণববাবু। পরিসংখ্যান বলছে, উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হলে সেখানেও ইউপিএ সমর্থিত প্রার্থীর জয় একরকম নিশ্চিত।
মনোনীত সদস্য সহ লোকসভা ও রাজ্যসভার সব নির্বাচিত সদস্যকে নিয়ে গঠিত হয় উপ-রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচকমণ্ডলী। উপরাষ্ট্রপতি পদে আসীন হওয়ার জন্য কোনও প্রার্থীকে মোট বৈধ ভোটের ৫০ শতাংশ ভোট পেতে হয়। উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ৭৮৮ আসনের সংসদে ম্যাজিক সংখ্যা ৩৯৫। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে তৃণমূলকে ছাড়াই ইউপিএর ঘরে ৪৪৯ জন সাংসদের ভোট নিশ্চিত। অন্যদিকে, ২৭৪ জন সংসদের ভোট পেতে পারে এনডিএ শিবির। তৃণমূল-সহ ৬১ জন সাংসদের ভোট অনিশ্চিত। ফলে, ভোটাভুটি হলে ইউপিএ প্রার্থীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।
সংসদের দুই কক্ষের আসনবিন্যাসের দিকে তাকালে দেখা যাবে, লোকসভা ও রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা যথাক্রমে ২০৭ ও ৭১। দুই কক্ষে সমাজবাদী পার্টির আসন সংখ্যা যথাক্রমে ২১ ও ৯। লোকসভা ও রাজ্যসভায় বহুজন সমাজ পার্টির সাংসদ সংখ্যা যথাক্রমে ২১ ও ১৫। সংসদের নিম্নকক্ষে ডিএমকের ১৮ জন প্রতিনিধি রয়েছেন। উচ্চকক্ষে রয়েছেন ৭ জন। দুই কক্ষে সিপিআইএমের সাংসদ সংখ্যা যথাক্রমে ১৬ ও ১১। ইউপিএর সহযোগী অন্যান্য দলগুলির লোকসভায় সম্মিলিত প্রতিনিধির সংখ্যা ৩৬। রাজ্যসভায় প্রতিনিধির সংখ্যা ১৭।

অন্যদিকে, লোকসভা ও রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা যথাক্রমে ১১৪ ও ৪৯। দুই কক্ষে জনতা দল (ইউনাইটেড)-এর আসন সংখ্যা যথাক্রমে ২০ ও ৯। লোকসভা ও রাজ্যসভায় শিবসেনার সাংসদ সংখ্যা যথাক্রমে ১১ ও ৪। লোকসভায় বিজেডির ১৪ জন সাংসদ রয়েছেন। রাজ্যসভায় রয়েছেন ৭ জন প্রতিনিধি। এনডিএর সহযোগী অন্যান্য দলগুলির লোকসভায় সম্মিলিত প্রতিনিধির সংখ্যা ২৯। রাজ্যসভায় প্রতিনিধির সংখ্যা ১৭।
তবে রাষ্ট্রপতি ভোটে প্রণব মুখোপাধ্যায়ের পাশে দাঁড়ানো জনতা দল (ইউনাইটেড) এবং শিবসেনা শেষ পর্যন্ত হামিদ আনসারির উত্তরসূরি নির্বাচনের সময় কোন প্রার্থীর পাশে দাঁড়াবে তা এখনও স্পষ্ট নয়। একই ভাবে অনিশ্চয়তা রয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিআই, আরএসপি, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা-সহ নির্দল ও মনোনীত সদস্যদের মোট ৬১ ভোট কোন দিকে যাবে তা নিয়েও।
First Published: Friday, June 29, 2012, 12:54