Last Updated: December 16, 2013 15:34

যৌন হেনস্থাকাণ্ডে আরও চাপে অশোক গাঙ্গুলি। আদালতে দেওয়া নিগৃহীতার জবানবন্দি প্রকাশ্যে নিয়ে এলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিং। এর ফলে সামনে চলে এসেছে বেশকিছু বিস্ফোরক অভিযোগ। সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে ছাপা ওই জবানবন্দি অনুযায়ী, ঘটনার দিন হোটেলের ঘরে নিজে মদ্যপান করেছিলেন অশোক গাঙ্গুলি। তাঁকেও মদ্যপানের জন্য বারবার তিনি চাপ দিচ্ছিলেন। তাঁর সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়েছেন বলেও বারবার দাবি করছিলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি।
অশোক গাঙ্গুলির ব্যবহারে অস্বস্তি হওয়ায় তাঁর থেকে দূরত্ব রাখার চেষ্টা করছিলেন তিনি। দাবি নিগৃহীতার। তিনি বলেছেন, আচমকাই তাঁর হাত টেনে ধরে অশোক গাঙ্গুলি বলতে শুরু করেন তিনি তাঁকে কতটা ভালবাসেন। সরে যাওয়ার চেষ্টা করায় হাতে চুম্বন করে ভালবাসার কথা বারবার বলতে থাকেন অশোক গাঙ্গুলি।
ওই ইনটার্নের অভিযোগ, তাঁকে ধাক্কা দিয়ে হোটেলের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও লিফটে তাঁর পিছু ধাওয়া করেন অশোক গাঙ্গুলি। চলে আরেকপ্রস্থ হেনস্থা পর্ব। অভিযোগকারিণীর বয়ানে ঘটনার দিনের বিবরণ এভাবে সামনে চলে আসায় স্বাভাবিকভাবেই বিতর্ক আরও কয়েকগুণ বাড়তে চলেছে।
First Published: Monday, December 16, 2013, 15:37