Last Updated: December 19, 2012 19:20

একুশে জুলাই কমিশনে ফের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। ঘটনার দিন, অর্থাত্ ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভের ভিডিও ফটোগ্রাফি করেছিল কলকাতা পুলিস। সেই ভিডিওটি তত্কালীন পুলিস কমিশনারের কাছে জমাও পড়েছিল। সেই ভিডিও ফুটেজটি পাওয়ার জন্য বর্তমান পুলিস কমিশনারকে ডেকে পাঠানো হবে কমিশনে।
এছাড়াও আগামী মাসে কমিশনে সাক্ষী দিতে ডাকা হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে। তৃণমূল কংগ্রেস বিধায়ক সাধন পাণ্ডে এবং তত্কালীন অতিরিক্ত পুলিস কমিশনার দীনেশ বাজপেয়ীকেও কমিশনে সাক্ষী দিতে ডাকা হয়েছে। তত্কালীন ডিসি সেন্ট্রাল সিদ্ধার্থ রায় কমিশনকে তাঁর লিখিত বক্তব্য জানিয়েছেন। সেই বক্তব্য থেকেই জানা গিয়েছে ঘটনার দিন একটা ভিডিও তুলেছিল পুলিস। তাঁর বক্তব্যে আরও গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ রয়েছে। তিনি জানিয়েছেন, এসপ্ল্যানেড ইস্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি আয়ত্ত্বে আনার জন্য তিনি গুলি চালনোর নির্দেশ দিয়েছিলেন। সেখানে শূণ্যে তিন রাউন্ড গুলি চালানো হয়। তাতে কেউ হতাহত হয়নি। ঘটনার দিন বিকেলে পুলিস কমিশনারের সঙ্গে সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারদের একটা বৈঠকও হয়েছিল লালবাজারে।
First Published: Wednesday, December 19, 2012, 19:20