'কাহানি'তে নতুন ভূমিকায় বিদ্যা vidya in kahani

'কাহানি'তে নতুন ভূমিকায় বিদ্যা

'কাহানি'তে নতুন ভূমিকায় বিদ্যাফের বাংলা ছবিতে বিদ্যা বালান। এবার সুজয় ঘোষ পরিচালিত -'কাহানি'তে অভিনয় করছেন বিদ্যা। ছবির গল্প এখনই বিস্তারিত বলতে না চাইলেও বিদ্যা জানালেন, এক অন্ত্বঃসত্তা মহিলার স্বামীকে খোঁজার কাহিনী নিয়েই তৈরি 'কাহানি'।
 তবে ছবিটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনই মুখ খুলতে চাননি তিনি। ছবিতে বিদ্যার সঙ্গে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।

এর আগে ২০০৩-এ গৌতম হালদার পরিচালিত বাংলা ছবি 'ভালো থেকো'-তে অভিনয় করে সিনেমাজগতে পা রেখেছিলেন বিদ্যা। এরপর 'পা' , 'পরিণীতা', 'নো ওয়ান কিল্‍ড জেসিকা', 'ইশকিয়া'। সম্প্রতি 'দ্য ডার্টি পিকচার'। একের পর এক হিট। কখনও বোনের হত্যার নীরব প্রতিবাদ। কখনও আবার ডার্টি সিল্ক হয়ে পুরুষ হৃদয়ে ঝড় তোলা। প্রত্যেকটি সিনেমাতেই আলাদা আলাদা চরিত্রে দর্শকের মন জয় করেছেন বিদ্যা। এবার 'কাহানি'-তেও একেবারে অন্যরকম ভূমিকায় ডার্টি সিল্ককে দেখা যাবে বলে মনে করছেন বিদ্যার ভক্তরা।






First Published: Saturday, January 7, 2012, 19:01


comments powered by Disqus