ছবির প্রচারে কলকাতায় বিদ্যা

ছবির প্রচারে কলকাতায় বিদ্যা

ছবির প্রচারে কলকাতায় বিদ্যাঅর্ণব বাগচীকে খুঁজছেন তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রী বিদ্যা বাগচী, কলকাতার রাস্তাঘাটে বিদ্যার এই খোঁজের সঙ্গী পুলিস অফিসার পরমব্রত। সুজয় ঘোষের অভিনব বিষয় নিয়ে নতুন ছবি `কাহানি`তে ডার্টি অবতার ছেড়ে বেরিয়ে এলেন বিদ্যা। এই সপ্তাহে মুক্তি পাচ্ছে বিদ্যার এই নতুন `কাহানি`। ছবির প্রচারে কলকাতায় দেখা গেল বিদ্যা বাগচীকে, থুড়ি বিদ্যা বালানকে।

এর আগে ২০০৩-এ গৌতম হালদার পরিচালিত বাংলা ছবি `ভালো থেকো`-তে অভিনয় করে সিনেমাজগতে পা রেখেছিলেন বিদ্যা। এরপর `পা` , `পরিণীতা`, `নো ওয়ান কিল্‍ড জেসিকা`, `ইশকিয়া`। সম্প্রতি `দ্য ডার্টি পিকচার`। একের পর এক হিট। কখনও বোনের হত্যার নীরব প্রতিবাদ। কখনও আবার ডার্টি সিল্ক হয়ে পুরুষ হৃদয়ে ঝড় তোলা। প্রত্যেকটি সিনেমাতেই আলাদা আলাদা চরিত্রে দর্শকের মন জয় করেছেন বিদ্যা। এবার `কাহানি`-তেও একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাবে 'ডার্টি সিল্ক' বিদ্যাকে।





First Published: Sunday, March 4, 2012, 15:25


comments powered by Disqus