Last Updated: February 2, 2014 11:45
ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার সিনাবুং আগ্নেয়গিরি। শনিবার সকাল থেকেই সুমাত্রার এই আগ্নেয়গিরি থেকে ছাই আর পাথর ছিটকে বেরোতে শুরু করেছে। ইতিমধ্যেই ছাই চাপা পড়ে প্রায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ছাইয়ের পুরু স্তরে ঢাকা পড়েছে সিনাবুংয়ের আশপাশের গ্রামগুলি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইন্দোনেশিয়ার প্রশাসন। আশপাশের এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
First Published: Sunday, February 2, 2014, 11:45