VIndo Juthsi visited Kolkata, will meet all party

কেন্দ্রীয় উপনির্বাচন কমিশনার বিনোদ জুতসি আজ কলকাতায়, বৈঠক সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে

রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে প্রাথমিক পর্বে। তবে সরকারি ভাবে রাজ্যে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ছে আজ। কেন্দ্রীয় উপনির্বাচন কমিশনার বিনোদ জুতসি আজ আসছেন কলকাতায়। রাজ্যের কেন্দ্রীয় নির্বাচন দফতর সূত্রে খবর, হিডকো ভবনে দিনভর একগুচ্ছ বৈঠক করার কথা রয়েছে তার।

বৈঠকে আলোচনার মূল ইস্যু আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা। রাজ্যের প্রশাসনিক কর্তাদের পাশাপাশি স্বীকৃত ৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন জুতসি।

First Published: Wednesday, January 22, 2014, 10:57


comments powered by Disqus