Last Updated: July 15, 2013 17:00

জামায়াতে ইসলামির আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিল ট্রাইবুনাল। গোলাম আযমের বিরুদ্ধে ষড়যন্ত্র, পরিকল্পনা, উসকানি, হত্যা ও নিগ্রহের পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের এই পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে।
অভিযোগের সঙ্গে অপরাধের দায়দায়িত্ব হিসেবে আনা হয়েছে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়। একটি সাজা শেষ হওয়ার পর আরেকটি সাজা—এভাবে পর্যায়ক্রমে দণ্ডাদেশ কার্যকর হবে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পরে ট্রাইব্যুনাল জানায় আযমের অপরাধ মৃত্যুদণ্ডের যোগ্য হলেও তাঁর বয়সের কারণে তাঁকে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হল।
First Published: Monday, July 15, 2013, 17:00