Last Updated: May 12, 2012 22:08

ভিআইপি রোডের হলদিরাম সংলগ্ন কয়লা বিহার আবাসনের বাণিজ্যিকভবনে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। শনিবার সন্ধে নাগাদ আগুন লাগে ওই বহুতলে। ওই বাড়িটিতে গাড়ি এবং আসবাবের শোরুম-সহ বেশ কয়েকটি অফিস রয়েছে। বহুতলের দোতলায় প্রথমে আগুন দেখতে পাওয়া গেলেও দ্রুত তা ছড়িয়ে পড়ে তিনতলায়। প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে করা হয় বারো।
সন্ধের পর ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী জাভেদ খান। আশপাশে বহু বসতবাড়ি থাকায় আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শীততাপনিয়ন্ত্রক যন্ত্রে শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাড়িটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন দমকলমন্ত্রী। দমকলের তরফে আবাসন-কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
First Published: Saturday, May 12, 2012, 22:08