Last Updated: December 20, 2011 19:46

অস্ট্রেলায় সফরে শেষ প্রস্তুতি ম্যাচে একাই খেলে গেলেন বিরাট কোহলি। একশ ১৭১ বলে ১৩২ রান করলেন তিনি। বাকি দল খুব সহজেই অসি বোলারদের কাছে আত্মসমর্পণ করল। ভারতীয় ব্যাটসম্যানরা নাকি খুব ভাল স্পিন বোলিং খেলেন। কিন্তু চেয়ারম্যান একাদশের বা হাতি স্পিনার জন হল্যান্ড নিলেন ছটি ভারতীয় উইকেট। প্রথম ইনিংসে ভারত তুলল দুশো উনসত্তর রান। এই ম্যাচে সবার নজর ছিল চোট সারিয়ে দলে ফেরা জাহির খানের ওপর। লাঞ্চের পর মাঠে নেমে মাত্র ছয় ওভার বল করেন তিনি। তারপর আর খেলতেই নামেননি।তাঁর বোলিংয়ে কোনও ধারও চোখে পড়েনি। স্বাভাবিক ভাবেই একটিও উইকেট পাননি জাহির। অন্যদিকে চারটি উইকেট পেয়েছেন আর অশ্বিন। দ্বিতীয় দিনের খেলার শেষে সাত উইকেটে দুশো পনেরো রান করেন চেয়ারম্যান একাদশ। দলের হয়ে শতরান করেন এড কোয়েন।
First Published: Tuesday, December 20, 2011, 19:46