Last Updated: April 30, 2013 21:00

অর্জুন পুরস্কারের জন্য বিরাট কোহলি ও ধ্যানচাঁদ পুরস্কারের জন্য সুনীল গাভাসকরের নাম ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠাচ্ছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের অবসরের পর ভারতীয় ব্যাটিং লাইন আপে বিরাট কোহলি এক বিশেষ ভূমিকা নিয়েছেন। ব্যাট হাতে বেশ কয়েকটি বড় ইনিংস নিজেকে প্রমাণও করেছেন। গতবছর পারফরম্যান্সের জন্য একদিনের ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।
গতবছর মনোনয়ন পত্র নিয়ে বিসিসিআই-এর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। বিসিসিআই অভিযোগ করেছিল তাদের কাছে সময়মতো মনোনয়ন পত্র পাঠানো হয়নি। ক্রীড়ামন্ত্রক অবশ্য বোর্ডের এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। এবছর এই বিতর্ক এড়াতে বিসিসিআই আগেভাগেই মনোনয়ন পত্রগুলি পাঠিয়ে দিয়েছে ক্রীড়ামন্ত্রকের দফতরে।
First Published: Tuesday, April 30, 2013, 21:00