কোহলি ঝড়ে বিরাট জয় বিজয় মালিয়ার দলের

কোহলি ঝড়ে বিরাট জয় বিজয় মালিয়ার দলের

কোহলি ঝড়ে বিরাট জয় বিজয় মালিয়ার দলেরহায়দরাবাদ-- ১৬১/৬। বেঙ্গালুরু--১৬২/৩ (১৭.৪ ওভার)

আইপিএলে বিরাট ঝড় দেখল বেঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংস বিজয় মালিয়ার দলকে জয়ের মালা পরাল। ১৬১ রান তাড়া করতে নেমে শুরুতে ক্রিস গেইলের উইকেট খুইয়েও ১৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।সৌজন্যে ৪৭ বলে ৯৩ রানের অপরাজিত কোহলির ইনিংসটা।
কোহলি মারলেন ১১টি বাউন্ডারি, ৪টি ওভার বাউন্ডারি। একা হাতেই ম্যাচ ছিনিয়ে নিলেন কোহলি। আইপিএল সিক্সে এখনও পর্যন্ত এটাই সেরা ইনিংস।

First Published: Tuesday, April 9, 2013, 19:54


comments powered by Disqus