আমেরিকা সফরে ভারতীয় কুস্তি দল

আমেরিকা সফরে ভারতীয় কুস্তি দল

আমেরিকা সফরে ভারতীয় কুস্তি দললন্ডন অলিম্পিকের প্রস্তুতির জন্য আমেরিকায় যাচ্ছে ভারতীয় কুস্তি দল। কিন্তু তার আগে ভিসা সমস্যা জেরবার ভারতীয় কুস্তি ফেডারেশন। ইতিমধ্যেই এক খেলোয়াড় এবং ৪ কোচের ভিসা বাতিল করে দিয়েছে আমেরিকার দূতাবাস। নানা কারণে এখনও কুস্তি দলের ৫ সদস্য ভিসা না পেলেও স্থগিত থাকছে না সফর। যাঁরা ভিসা পেয়েছেন তাঁরা প্রস্তুতির জন্য উড়ে যাচ্ছেন মার্কিন মুলুকে। ৩৬ সদস্যের ভারতীয় কুস্তি দল ৩ সপ্তাহের জন্য আমেরিকার সফরে প্রশিক্ষণের পাশাপাশি বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নেবে।





First Published: Monday, January 9, 2012, 19:50


comments powered by Disqus