Last Updated: January 9, 2012 19:39

লন্ডন অলিম্পিকের প্রস্তুতির জন্য আমেরিকায় যাচ্ছে ভারতীয় কুস্তি দল। কিন্তু তার আগে ভিসা সমস্যা জেরবার ভারতীয় কুস্তি ফেডারেশন। ইতিমধ্যেই এক খেলোয়াড় এবং ৪ কোচের ভিসা বাতিল করে দিয়েছে আমেরিকার দূতাবাস। নানা কারণে এখনও কুস্তি দলের ৫ সদস্য ভিসা না পেলেও স্থগিত থাকছে না সফর। যাঁরা ভিসা পেয়েছেন তাঁরা প্রস্তুতির জন্য উড়ে যাচ্ছেন মার্কিন মুলুকে। ৩৬ সদস্যের ভারতীয় কুস্তি দল ৩ সপ্তাহের জন্য আমেরিকার সফরে প্রশিক্ষণের পাশাপাশি বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নেবে।
First Published: Monday, January 9, 2012, 19:50