Last Updated: January 10, 2014 17:16

বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষ্যে আজ সেজে উঠেছিল রেড রোড। রাজ্য সরকার আয়োজিত এই অনুষ্ঠানেঅংশ নেয় ৯ হাজার স্কুলের ছাত্রছাত্রী। শুরুথেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে গতবছর যুবভারতী ক্রীড়াঙ্গণে যুব উত্সবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ছিল যুব উত্সবের সমাপ্তি অনুষ্ঠান। রাজ্য সরকার আয়োজিত সমাপ্তি অনুষ্ঠান রেড রোডে শুরু হয় বেলা একটায়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ। ন হাজারেরও বেশি স্কুলের ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশ নেয়। বেলুড় মঠ ও মিশনের বিভিন্ন শাখার ছাত্রছাত্রীরাও যোগ দিয়েছিল অনুষ্ঠানে ।
এদিন নানা অনুষ্ঠানের মধ্যেদিয়ে তুলে ধরা হয় সুন্দরবন,জঙ্গলমহল ও পাহাড়ের মানুষের সংস্কৃতিকে। বনবিবির পালা,ধামসা মাদলের তালে আদিবাসীদের নাচের পাশাপাশি ছিল দুটি লেপচা গোষ্ঠীর অনুষ্ঠান।
ছাত্রছাত্রীদের সঙ্গীত, নৃত্যানুষ্ঠানের পাশাপাশি রামকৃষ্ণ মঠও মিশনের ছাত্রদের বৈদিক মন্ত্রোচ্চারণ অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। শুক্রবারের অনুষ্ঠানে জীবন সাথী প্রকল্পে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিষেবা দেওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্সের কথা ঘোষণা করা হয়। সাংসদ তহবিলের টাকায় এই প্রকল্প চালু করা হচ্ছে। অনুষ্ঠানে মার্চ পাস্টে অংশ নেয় ১১৫ টি অ্যাম্বুল্যান্স।
First Published: Friday, January 10, 2014, 17:16