ক্রিমিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিল রাশিয়া, আরও জটিল ইউক্রেন পরিস্থিতি

ক্রিমিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিল রাশিয়া, আরও জটিল ইউক্রেন পরিস্থিতি

ক্রিমিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিল রাশিয়া, আরও জটিল ইউক্রেন পরিস্থিতি আরও জটিল হল ইউক্রেন পরিস্থিতি। মার্কিনি হুমকি, ইউরোপিয়ান ইউনিয়নের রক্ত চক্ষু উপেক্ষা করে ক্রিমিয়াকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে স্বীকৃতি দিল রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মর্মে একটি ফরমানে স্বাক্ষর করলেন।

রাশিয়ার এই পদক্ষেপ ঠাণ্ডা যুদ্ধ পরবর্তী সর্বাপেক্ষা বৃহৎ পূর্ব-পশ্চিম সঙ্কটের সূচনা করল বলে মনে করা হচ্ছে। রবিবার বিতর্কিত গণভোটের মাধ্যমে ক্রিমিয়ার নেতারা ঘোষণা করেছিলেন সেই অঞ্চলের ৯৭% জনতাই ইউক্রেন থেকে পৃথকীকরনের পক্ষে মত দিয়েছে।

এই ঘোষণার এক ঘণ্টার মধ্যেই ক্রিমিয়ার পার্লামেন্টের থেকে সরকারিভাবে ক্রিমিয়ার প্রজাতন্ত্রের স্বীকৃতি দিয়ে ``রিপাবলিক অফ ক্রিমিয়া``-র মর্যাদা দেওয়ার অনুরোধ করা হয়।

পুতিন আজ পার্লামেন্ট থেকে রাশিয়ান অধ্যুষিত ক্রিমিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেন।

এই ঘোষণা একদা সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেনকে সে দেশের অধিকাংশ জনতার ইচ্ছার বিরুদ্ধে মস্কোর অঙ্গুলিহেলনে বিভাজিত করল।

First Published: Tuesday, March 18, 2014, 11:30


comments powered by Disqus