Last Updated: April 13, 2014 22:23
ভোটের প্রচার তুঙ্গে। ভোটারদের মন পেতে ঝাঁপিয়ে পড়েছে ডান-বাম সব পক্ষই । বাড়ি বাড়ি গিয়ে নিবিড় প্রচার, মিছিল, রোড শো, ফেস্টুন-পোস্টার, দেওয়াল লিখন, ফেসবুকে ওয়াল-বিবিধ প্রচারে খামতি রাখতে চাইছে না কোনও দলই। ভোট প্রার্থীদের মত এবার প্রচারে নির্বাচন কমিশনও।
বুথে ভোটার টানতে রাজ্যের কোনও কোনও জেলায় দোকান-বাজারে কেনাকাটার ওপর ছাড়ের কথা ঘোষণা হয়েছিল। এবার দক্ষিণ দিনাজপুরে বের করা হল ট্যাবলো। একইসঙ্গে ভোট দেওয়ার আবেদন জানিয়ে প্রত্যেক ভোটারের বাড়িতে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক।
First Published: Sunday, April 13, 2014, 22:23