Vote india

লোকসভা ভোটে বজায় থাকছে সংবাদমাধ্যমের ওপর নানা বিধিনিষেধ, এসএমএসে ভোটকেন্দ্রের তথ্য পাবেন ভোটদাতারা

লোকসভা ভোটে বজায় থাকছে সংবাদমাধ্যমের ওপর নানা বিধিনিষেধ, এসএমএসে ভোটকেন্দ্রের তথ্য পাবেন ভোটদাতারালোকসভা নির্বাচনে সংবাদ মাধ্যমের ভূমিকা বিষয়ে শিশির মঞ্চে একটি কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। মিডিয়ায় রাজনৈতিক দলের প্রচারে বিভিন্ন বিধিনিষেধের পাশাপাশি কমিশনের পক্ষ থেকে বেশকিছু নতুন ব্যবস্থার কথাও জানানো হয়। তারমধ্যে উল্লেখযোগ্য হল,এই লোকসভা ভোটে মোবাইলে এস এম এসের মাধ্যমে ভোটাররা নিজেদের ভোটকেন্দ্র, সিরিয়াল নম্বরের মতো তথ্য জানতে পারবেন।

বুধবার সকালে লোকসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। মে মাসেই হচ্ছে নির্বাচন। সূত্রের খবর এবারের লোকসভা ভোট ৬ থেকে ৭ দফায় করার কথা ভাবছে কমিশন। ভারতের ভোটের ইতিহাসে দীর্ঘতম ভোটগ্রহণ প্রক্রিয়া হবে এবার।

First Published: Thursday, March 6, 2014, 10:13


comments powered by Disqus