জঙ্গলমহলে দুটি কেন্দ্রে সময় কমল ভোটের

জঙ্গলমহলে দুটি কেন্দ্রে সময় কমল ভোটের

জঙ্গলমহলে দুটি কেন্দ্রে সময় কমল ভোটেরজঙ্গলমহলের দুটি লোকসভা কেন্দ্রের ছটি বিধানসভা এলাকায় এবারও ভোটের সময় কমাল নির্বাচন কমিশন। ঝাড়গ্রাম, বিনপুর ও বান্দোয়ান এবং পুরুলিয়ার বিনপুর, বাগমুণ্ডি ও জয়পুর কেন্দ্রে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট নেওয়া হবে।

মাওবাদী অধ্যুষিত এলাকা ছাড়া দেশের অন্য সব জায়গায় সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোটগ্রহণ। হামলার আশঙ্কায় এ রাজ্যের মাওবাদী অধ্যুষিত এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

First Published: Saturday, April 12, 2014, 20:14


comments powered by Disqus