মুখ্যমন্ত্রীর ছবির নিচে মঞ্চে উদ্দাম নাচে পালন তৃণমূলের প্রজাতন্ত্র দিবস

মুখ্যমন্ত্রীর ছবির নিচে মঞ্চে উদ্দাম নাচে পালন তৃণমূলের প্রজাতন্ত্র দিবস

মুখ্যমন্ত্রীর ছবির নিচে মঞ্চে উদ্দাম নাচে পালন তৃণমূলের প্রজাতন্ত্র দিবস--------------------------------------------------------------------
অনুষ্ঠান ছিল প্রজাতন্ত্র দিবস পালনের। মঞ্চে লাগানো দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ছবি। পাশেই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঞ্চের সামনে বসে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছোট-বড় নেতারা। নিউমার্কেট থানা এলাকার ঘটনা। (ভিডিও গ্যালারিতে দেখুন সেই উদ্দাম নাচের পুরো ভিডিও)

কিছুক্ষণ পরেই শুরু হল নাচ (ছবিতে দেওয়া হয়)। উদ্দাম নাচ। চলল হাততালি। ২৪ ঘণ্টার ওয়েবসাইট ও চ্যানেলে সেই নাচের ভিডিও ছবি প্রকাশ পাওয়ার পরেও তৃণমূল নেতারা মানতে নারাজ কোনও অশ্লীলতা ছিল।

মুখ্যমন্ত্রীর ছবির নিচে মঞ্চে উদ্দাম নাচে পালন তৃণমূলের প্রজাতন্ত্র দিবস
এর আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের জলসার এক অনুষ্ঠানে স্বল্পবাস তরুণীর উদ্দাম নাচ দেখা যায় মেদিনীপুরের আইটিআইয়ে। মেদিনীপুর আইটিআইয়ের ছাত্র সংসদে দু’বছর ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। টিএমসিপি-র উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রাঙামাটিতে আইটিআই চত্বরে ম্যারাপ বেঁধে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এমন ছবি ধরা পড়ে।

First Published: Sunday, January 26, 2014, 23:06


comments powered by Disqus