হিরের ছোঁয়ায় কম্পিউটার হতে পারে আরও গতিশীল

হিরের ছোঁয়ায় কম্পিউটার হতে পারে আরও গতিশীল

Tag:  computer diamonmd
হিরের ছোঁয়ায় কম্পিউটার হতে পারে আরও গতিশীল কম্পিউটারের গতি বাড়াতে পারে হিরে। সারা বিশ্বের গবেষকরা এমনটাই দাবি করেছেন। গবেষকরা তৈরি করছেন নতুন স্পিনট্রনিকসspintronics) যার দ্বারা কম্পিউটার হবে আরও দ্রুত ও শক্তিশালী।

মুখ্য গবেষক ক্রিস হ্যামেল জানিয়েছেন, হিরে শক্র, স্বচ্ছ, বিদ্যুত্ পরিবাহী, প্রাকৃতিক পরিবর্তনের সহ্গে মানানসই, অ্যাসিড প্রতিরোধকারী, বিদ্যুত্ পরিবহনের সময়ে গরম হয়ে ওঠে না এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। হিরের ইলেকট্রনের ঘুর্ননও বদলানো যায়। একটি ম্যাগনেটিক রেসোনেন্স মাইক্রোস্কোপে একটি ছোট্ট হিরের টুকরো রেখে ইলেকট্রনের ঘূর্ননের দিক পরিবর্তন করে পরীক্ষা করেছেন।

হিরের তার মাত্র ৪ মাইক্রোমিটার লম্বা ও ২০০ ন্যানোমিটার চওড়া।

First Published: Wednesday, March 26, 2014, 20:22


comments powered by Disqus