গরম পড়তেই তীব্র জলকষ্টে কলকাতা

গরম পড়তেই তীব্র জলকষ্টে কলকাতা

গরম পড়তেই তীব্র জলকষ্টে কলকাতাগরম পড়তেই তীব্র জলকষ্ট দেখা দিয়েছে কলকাতা জুড়ে। গরম পড়তেই জলের জন্য হাহাকার কলকাতার বিভিন্ন ওয়ার্ডে। তার মধ্যে টালার সরবরাহ এলাকা যেমন রয়েছে, রয়েছে গার্ডেনরিচের আওতাভুক্ত ওয়ার্ডগুলিও। 

বেলেঘাটায় ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, তাঁরা প্রয়োজনীয় পানীয় জলটুকুও পাচ্ছেন না। পুরসভার কল থেকে জল সংগ্রহ করাকে ঘিরে ঘটছে সংঘর্ষের মতো ঘটনাও।

যদিও মাঝে মাঝে জলের গাড়ি পাঠাচ্ছে পুরসভা। কিন্তু তা পর্যাপ্ত হচ্ছে না বলে অভিযোগ। এলাকাবাসী জানাচ্ছেন, জল সংগ্রহ করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটছে। 

নিরুপায় হয়ে অনেক ক্ষেত্রেই জল কিনে খাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয় বাম কাউন্সিলর রাজীব বিশ্বাসের অভিযোগ, সমস্যার কথা পুর কর্তৃপক্ষকে জানানো হলেও আমল দেননি তাঁরা।

এবারের গরমে জলের এই সমস্যার সমাধানের কোনও আশা দেখছেন না ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। 

First Published: Sunday, May 6, 2012, 23:24


comments powered by Disqus