Last Updated: October 6, 2013 18:57

পৃথিবীর উপর বায়ুমণ্ডলের আচ্ছাদনের স্ট্র্যাটোস্ফেয়ারে জলীয় বাষ্পের আধিক্য সামগ্রিকভাবে বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর উষ্ণতা। পৃথিবীর সামগ্রিক আবহাওয়া পরিবর্তনেও এই জলীয়বাষ্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক গবেষণায় এই রকম তত্ত্বই উঠে এসেছে।
গবেষকরা বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সংযোজনের ফলে স্ট্র্যাটোস্ফেয়ারের আর্দ্রতা বৃদ্ধি পায়। এই স্ট্র্যাটোস্ফেয়ারের জলীয়বাষ্প এক ধরণের গ্রিন হাউস গ্যাস। ফলে বায়ুমণ্ডলের এর উপস্থিতি বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। পৃথিবীর সামগ্রিক উষ্ণতা বৃদ্ধির ৫-১০% জন্য দায়ী বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প।
গবেষকদের দাবি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সঠিক পরিমাপ করতে হলে স্ট্র্যাটোস্ফিয়ারের আর্দ্রতার পরিমাপ করাও অতন্ত্য জরুরী।
First Published: Sunday, October 6, 2013, 18:57