দত্তাবাদে জলাভূমি চুড়ি, উদাসীন পুরসভা

দত্তাবাদে জলাভূমি চুরি, উদাসীন পুরসভা

দত্তাবাদে জলাভূমি চুরি, উদাসীন পুরসভাপ্রশাসনের উদাসীনতার জন্য ভরাট হয়ে যাচ্ছে প্রায় ১৫ বিঘা একটি জলাভূমি। এমনটাই অভিযোগ বিধাননগর পুরসভার দত্তাবাদ এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।

তাঁদের অভিযোগ, ২০১২ সালের পর থেকেই প্রায় ১৫ বিঘা এই জলাভূমিতে ব্যাপক হারে বাড়ছে আগাছা ও কচুরিপানা। যার সুযোগ নিয়ে বেশকিছু বাসিন্দা জলাভূমির পাড় বুজিয়ে নিজেদের জায়গা বাড়িয়ে নিচ্ছে। বারবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। ফলে আস্তে আস্তে জলাভূমিটির চরিত্রই বদল হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।







First Published: Saturday, November 24, 2012, 14:11


comments powered by Disqus