জলমগ্ন `নবান্ন`, জলে থইথই সেক্টর ফাইভ

জলমগ্ন `নবান্ন`, জলে থইথই সেক্টর ফাইভ

জলমগ্ন `নবান্ন`, জলে থইথই সেক্টর ফাইভপ্রবল বৃষ্টিতে রাজ্য সরকারের নতুন প্রশাসনিক দফতরের সামনে জল ছবি। জলমগ্ন নবান্ন চত্বর। এমনকি নবান্নর লনেও জল জমেছে। জল নামাতে বিভিন্ন জায়গায় পুরসভার তরফে চালানো হয়েছে ১২ টি পাম্প। জল নামাতে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাওড়ার মেয়র মমতা জয়সওয়াল। মেয়র জানিয়েছেন, হাওড়ার একাধিক জায়গায় জল জমে যাওয়ার ফলে জল নামাতে খানিকটা সময় লাগবে।

নবান্ন-র মতই জলে থইথই সেক্টর ফাইভ সহ সল্টলেকের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। দেখা নেই নবদিগন্তর কর্মীদেরও। অভিযোগ জমা জল সরাতে তত্‍পর নয় প্রশাসন। জল সল্টলেকের বিভিন্ন ওয়ার্ডেও।

আজ সারাদিন বৃষ্টি হবে। কাল দুপুর থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা। এমন কথাই জানাল আবহাওয়া দফতর।

First Published: Saturday, October 26, 2013, 15:04


comments powered by Disqus