Last Updated: June 30, 2013 09:34

রাতভর বৃষ্টিতে জলমগ্ন উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। উত্তর কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, বিধান সরণি, উল্টোডাঙা, কাঁকুরগাছির বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলের তলায়। জলমগ্ন দক্ষিণ কলকাতার নিউ আলিপুর, বেহালার একাধিক অঞ্চল। জলমগ্ন শহরতলি এবং বিভিন্ন জেলাও।
বঙ্গোপসাগর পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপ অক্ষরেখার জেরে গতকাল রাত থেকে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি।
দেখুন জলমগ্ন কলকাতার ভিডিও
শহরের সমস্ত আন্ডারপাসে হাঁটু সমান জল৷ উত্তর কলকাতার বাগুইআটি, উল্টোডাঙা, কাঁকুরগাছি, ভিআইপি রোডেও জল জমেছে৷ জলমগ্ন বিমানবন্দর চত্বরও৷ জল দাঁড়িয়েছে মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট, বিদ্যাসাগর স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিটেও৷
টিকিয়াপাড়া ও সাঁতরাগাছি কারশেডে জল জমায় হাওড়া পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল৷
দক্ষিণ কলকাতার ছবিটাও প্রায় একই৷ বালিগঞ্জ প্লেস, গড়িয়াহাট, যাদবপুর, সেন্ট্রাল এভিনিউ, ক্যামাক স্ট্রিট-সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন৷ জমা জল সরাতে কয়েকটি জায়গায় কাজ শুরু করেছেন পুরকর্মীরা৷
(আপনার এলাকা অথবা বাডি়তে জল জমলে আমাদের জানান, ছবিও পাঠাতে পারেন এই ঠিকানায়--mail.24ghanta.com/web24@24ghanta.com )
First Published: Sunday, June 30, 2013, 11:48