Last Updated: July 7, 2014 19:51
রুইয়া গোষ্ঠীর হাত থেকে জেসপ কারখানা অধিগ্রহণ করুক রাজ্য সরকার। নিয়মিত করা হোক বেতন। এই দাবিতে এয়ারপোর্ট এক নম্বর গেট অবরোধ করলেন কারখানার কর্মীরা। এর জেরে দিনের ব্যস্ত সময়ে অবরুদ্ধ হয়ে পড়ে ভিআইপি রোড, যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের বক্তব্য, আট মাসের ওপর বেতন বন্ধ রয়েছে কারখানায়।
গতমাসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসও ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ঘরে দু-বেলা খাবার জোটে না। শ্রমিক পরিবারগুলির ছেলেমেয়েদের লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার পথে। এই অবস্থায় তাঁদের দাবি, রাজ্য সরকার জেসপ কারখানার দায়িত্ব নিজের হাতে নিয়ে তা খোলার ব্যবস্থা করুক।
First Published: Monday, July 7, 2014, 19:51