রায়গঞ্জে এইমস চেয়ে আজ প্রধানমন্ত্রীর দ্বারস্থ প্রদেশ কংগ্রেস

রায়গঞ্জে এইমস চেয়ে আজ প্রধানমন্ত্রীর দ্বারস্থ প্রদেশ কংগ্রেস

রায়গঞ্জে এইমস চেয়ে আজ প্রধানমন্ত্রীর দ্বারস্থ প্রদেশ কংগ্রেসএ রাজ্যে এইমস ধাঁচের হাসপাতাল গড়ে তুলতে হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেই। এবং দ্রুত এই প্রকল্প রূপায়ণ করতে হবে। এই দাবি নিয়ে আজ দিল্লিতে বেলা একটায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন রাজ্য কংগ্রেসের এক প্রতিনিধি দল।
রায়গঞ্জের সাংসদ দীপা দাশমুন্সির নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকবেন মোট কুড়ি জন। থাকবেন কংগ্রেসের ছ`জন সাংসদ এবং উত্তরবঙ্গের বিধায়কেরা। থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যও। প্রস্তাবিত এই হাসপাতাল রায়গঞ্জ থেকে সরানোর ভাবনা রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, নদীয়ার কল্যানীতে এই হাসপাতাল স্থানান্তরিত করতে। এ নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসে ও তৃণমূলের মধ্যে সংঘাত শুরু হয়েছে।

First Published: Thursday, December 8, 2011, 10:40


comments powered by Disqus