মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে করা মন্তব্যের কারণে আনিসুর রহমানের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের

আনিসুরের বিরুদ্ধে মামলা করল মানবাধিকার কমিশন

আনিসুরের বিরুদ্ধে মামলা করল মানবাধিকার কমিশন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে করা মন্তব্যের কারণে আনিসুর রহমানের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল রাজ্য মানবাধিকার কমিশন। রাজ্য মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় জনসমক্ষে ক্ষমাপ্রার্থনা যথেষ্ট নয়। এ বিষয়ে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে রাজ্য পুলিসের ডিজিকে।

উত্তর দিনাজপুরের ইটাহারে বুধবার সভা ছিল সারা ভারত কৃষক সভার। ওই সভায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সিপিআইএম বিধায়ক আনিসুর রহমানের মন্তব্যে তৈরি হয় বিতর্ক। ভাষা ব্যবহার ও রাজনৈতিক সৌজন্য নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।

আনিসুর রহমানের মন্তব্যে ঘিরে সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। আনিসুর রহমানের মন্তব্য রুচিহীন এবং শালীনতাবর্জিত বলে তোপ দাগেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। আনিসুর রহমানের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকারভঙ্গের নোটিস এনেছেন তৃণমূলের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তবে বিতর্কের জের বেশ দুর এগোয়নি। সে দিন বিকেলেই সাংবাদিক বৈঠকে আনিসুর রহমান জানিয়ে দেন মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী তিনি।

First Published: Friday, December 28, 2012, 17:10


comments powered by Disqus