জয়েন্ট এন্টার্ন্স পরীক্ষার নিয়ম বদল

জয়েন্ট এন্টার্ন্স পরীক্ষার নিয়ম বদল

জয়েন্ট এন্টার্ন্স পরীক্ষার নিয়ম বদল আগামী বছর থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নতুন নিয়ম চালু করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার থেকে আর এক সঙ্গে নয়, পদার্থবিদ্যা এবং রসায়নের আলাদা আলাদা করে প্রশ্নপত্র হতে চলেছে। শুধুমাত্র পজিটিভে  যাঁদের নম্বর থাকবে তাঁদের নামই মেধা তালিকায় তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে।  এতদিন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পদার্থবিদ্যা এবং রসায়নের এক সঙ্গে পরীক্ষা হোত। এবার থেকে সেই নিয়ম বদলে দুটি বিষয়েরই আলাদা প্রশ্নপত্র করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুটি বিষয়েরই প্রশ্নপত্রের পূর্ণমান হবে ৭৫ নম্বর। পরীক্ষার্থীদের এক একটি প্রশ্নপত্রের উত্তর দিতে হবে ১.৫ ঘণ্টার মধ্যে। অঙ্কের প্রশ্নপত্রের ক্ষেত্রে পুরনো যে নিয়ম ছিল, তা-ই চালু থাকছে।

এতদিন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হোত সকাল নটায়। এবার থেকে পরীক্ষা শুরু হবে সাড়ে নটায়। কোনও আসনই যাতে ফাঁকা না থাকে, সে জন্য গতবার সকল পরীক্ষার্থীরই নাম ছিল মেধা তালিকায়। দেখা গেছিল, যাঁদের নেগেটিভ মার্কস রয়েছে, তাঁদেরও নাম রয়েছে সেই লিস্টে। এবার সেই নিয়ম ফের বদলে ফেলতে চায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কারণ, গতবার সকল পরীক্ষার্থীর নাম মেধা তালিকাই রাখা সত্বেও সাড়ে এগারো হাজার থেকে বারো হাজার আসন পূর্ণ হয়নি। এবার যাঁদের শূন্যের ওপর নম্বর থাকবে, অর্থাত্ পজিটিভ মার্কিং হবে, তাঁদেরই নামই রাখা হবে মেধা তালিকায়। নব্বই হাজার র‍্যাঙ্ক-এর মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে।

First Published: Saturday, November 10, 2012, 16:55


comments powered by Disqus