Last Updated: June 3, 2013 22:00

গুড্ডি ছবির সেটে প্রথম আলাপ দুজনের। সেই আলাপ গড়িয়েছিল প্রেমে। অবশেষে ৩ জুন, ১৯৭৩ গাঁটছড়া বাঁধেন তাঁরা। চল্লিশতম বিবাহবার্ষিকীতে সেই স্মৃতিই উঠে এল অমিতাভ বচ্চনের কথায়।
এ দিন অমিতাভ নিজে ব্লগে লেখেন, "৪০ বছর!! ৩ জুন ২০১৩ আমাদের বিয়ের ৪০ বছর পূর্ণ হল..! আমি আর জয়া একটা গোটা জীবন কাটিয়ে ফেলেছি! মনে হচ্ছে এই সেদিনের ঘটনা। আমি বাবা, মায়ের সঙ্গে মালাবার হিলে এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে গেলাম, খুব তাড়াতাড়ি, পরিবার, কিছু বন্ধু ও গুটিকয়েকে মিডিয়ার উপস্থিতিতে, কোনও জাঁকজমক ছাড়াই বিয়ে হয়ে গেল আমাদের। একটা প্রতিজ্ঞা করেছিলাম আমরা। যদি জঞ্জীর হিট করে তাহলে আমরা বিয়ে করব। আর আজ আমাদের দুই সন্তান, তিন নাতি-নাতনি, জামাই, বৌমা, আত্মীয় ও বেয়াই-বেয়ান নিয়ে ভরা সংসার। ভগবান আমাদের সব দিয়েছেন।"

সকাল থেকেই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভরে গিয়েছিল টুইটার পেজে। ভক্তদের উদ্দেশে অমিতাভ টুইট করেন, "ধন্যবাদ। যারা আমাদের আজ অভিনন্দন জানিয়েছেন তাদের সকলকে আমার ভালবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"
গুড্ডি ছাড়াও জঞ্জীর, চুপকে চুপকে, শোলে, অভিমান, কভি খুশি কভি গমের মত ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন অমিতাভ-জয়া জুটি।
First Published: Monday, June 3, 2013, 22:00