Last Updated: October 31, 2011 18:27

রাজ্যের ৯ টি পর্যটন এলাকার জন্য আলাদা করে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত পরিষেবা চালু করছে আবহাওযা দফতর। আগামিকাল থেকেই চালু হবে এই পরিষেবা। যেসব পর্যটন এলাকার জন্য এই পরিষেবা চালু হবে সেগুলির মধ্যে রয়েছে দিঘা, শান্তিনিকেতন, বহরমপুর, মুর্শিদাবাদ, কোচবিহার ও জলপাইগুড়ি। আবহাওযা দফতরের ওয়েবসাইট ও টোল ফ্রি নম্বর ১৮০০ ১৮০১৭১৭ মাধ্যমে জানা যাবে এই পূর্বাভাস।
First Published: Monday, October 31, 2011, 18:27