Last Updated: February 16, 2014 14:29

রাতভর বৃষ্টি হল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টি আর হাওয়ার দাপটে কমল তাপমাত্রা। সারা রাতে কলকাতায় সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজও দিনভর মেঘলা থাকবে আকাশ। সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে এর প্রভাবে আরও কিছুটা কমবে তাপমাত্রার পারদ।
First Published: Sunday, February 16, 2014, 14:29