Last Updated: March 5, 2014 20:56

দাবি ছিল বিগত বাম বোর্ডের। আটকে ছিল উন্নয়ন। তখন সেই দাবিতে কর্ণপাত করা হয়নি। হঠাত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মুখে হাওড়া পুরসভায় চালু হল ওয়েভার স্কিম। হাওড়াবাসীর একাংশ খুশি হলেও রাজনীতির গন্ধ পাচ্ছে বিগত বাম পুরবোর্ড। কলকাতা পুরসভার পর এবার হাওড়া। মঙ্গলবার পুরমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গঙ্গাপাড়ের শহরেও চালু হতে চলেছে ওয়েভার স্কিম। পুরমন্ত্রী জানিয়েছেন, ছ`মাসের মধ্যে যাঁরা বকেয়া পুরকর শোধ করবেন তাদের আর জরিমানার টাকা দিতে হবে না।
হাওড়ায় পুর কর বাকি রয়েছে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা। ওয়েভার স্কিমে জরিমানা বাদ দিয়েও বকেয়া টাকার পরিমান ৪০০ কোটির কাছাকাছি।
সরকারের নয়া ঘোষণা খুশিই করেছে মধ্যবিত্ত করদাতাদের।
এই টাকা অনাদায়ে দীর্ঘদিন আগে পাশ হওয়া পুর প্রকল্পগুলিও আটকে রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য পদ্মপুকুর জলপ্রকল্পের তৃতীয় ফেজের কাজ, মধ্য হাওড়ার রাস্তা মেরামতি সহ প্রায় পনেরোটি প্রকল্প। প্রাক্তন মেয়রের অভিযোগ, টাকার অভাবে বিগত বাম বোর্ড কোনও প্রকল্পই শেষ করতে পারেনি। তার জেরে বিগত পুরভোটে তাদের গো-হারা হারতে হয়েছে। বারবার দাবি জানিয়েও মেলেনি ওয়েভার স্কিমের ছাড়পত্র।
First Published: Wednesday, March 5, 2014, 20:56